ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৩৫

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

রোববার, ০৯ জুলাই ২০১৭ , ১২:৩৮ পিএম


loading/img

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় মারা গেছেন অন্তত ৩৫ শরণার্থী। এদের মধ্যে সাত শিশুও আছে।

বিজ্ঞাপন

গারাবুল্লি থেকে ছয় নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে রাবারের নৌকাটিতে পানি ওঠে যাওয়ায় সেটি ডুবে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।

লিবীয় কোস্টগাডের্র এক কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে ১৮ নারীসহ ৮৫ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তারা নাইজেরিয়া, সেনেগাল, ক্যামেরুন, ঘানা ও আইভরি কোস্টের অধিবাসী।

উদ্ধার কাজে কোস্টগার্ডের পাশাপাশি ১০টি মাছ ধরা নৌকা অংশ নেয়।

ওই নৌকায় থাকা ইউরোপে অভিবাসন প্রত্যাশী নাইজেরিয়ার নাপিত ভিবিয়ান ইফোওসা জানান ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা।

বিজ্ঞাপন

তিনি জানান, নৌকাটি ছিদ্র হয়ে পানি ভেতরে প্রবেশ করছিল। তখন সবাই চিৎকার করতে শুরু করে।

বিজ্ঞাপন

ভিবিয়ান বলেন, হঠাৎ আমরা নিজেদেরকে সমুদ্রে দেখতে পাই। আমরা সাঁতরাতে থাকি। কখনো ভাবতেও পারিনি সমুদ্র এতো বিশাল ও ভয়ঙ্কর হতে পারে।

ইউরোপগামী শরণার্থীদের জন্য অন্যতম প্রস্থান পয়েন্ট হিসেবে পরিচিত লিবিয়া। ২০১১ সালের রাজনৈতিক পটভূমি পরিবর্তনের পর চলতি বছরের জানুয়ারি পর্যন্ত প্রায় ৭৭ হাজার লোক ইতালিতে পাড়ি জমিয়েছে।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, গেলো বছরে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টাকালে প্রায় পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

ওয়াই/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |